চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রী

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: তার এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশও ট্রাম্পের এ সিদ্ধান্তকে প্রত্যাখান করে।

তিন দিনের কম্বোডিয়া সফর নিয়ে বৃহস্পতিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

তিনি বলেন: এ বিষয়ে জাতিসংঘের রেজুলেশন রয়েছে। আমার মনে হয় না ট্রাম্পের এ উদ্যোগকে কেউ স্বাগত জানাবে। ১৯৬৭ সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ইস্ট জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী। যে যুক্তরাষ্ট্র একসময় এ অঞ্চলে শান্তি প্রক্রিয়া শুরু করে নোবেল পুরস্কার নিল; তারাই এখন এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। আমি এই ইস্যুতে মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান জানাই।

গত ৩ ডিসেম্বর কম্বোডিয়া সফরে যান শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সফর শেষে গত ৫ ডিসেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে বলে আশার কথা জানান প্রধানমন্ত্রী।