চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জেরুজালেমে ওআইসি সদস্য দেশের দূতাবাস না খোলার আহ্বান

ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসিভুক্ত দেশগুলোকে জেরুজালেমে দূতাবাস না খোলার জন্য আহবান জানিয়েছে তুরস্ক।

১৮ মে ইস্তাম্বুলে এ উপলক্ষে বৈঠক আহবান করেছিল তুরস্ক। যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে জেরুজালেমে নিজেদের দূতাবাস খোলা মুসলিম দেশগুলোর জন্য ঠিক হবে না বলে মনে করছে তারা।

সকল মুসলিম দেশসহ অন্য দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের রীতি অনুসরণ বন্ধ করার আহ্বান করে তুরস্ক।

তুরস্ক প্রেসিডেন্ট এরদোগানের আমন্ত্রণে ওআইসি সম্মেলনে এ বছর ৫৭টি দেশ অংশ নিচ্ছে।

চলতি সপ্তাহে ইসরায়েলি বাহিনী গাজা সীমান্তে হামলা চালিয়ে কয়েকশ’ ফিলিস্তিনিকে হত্যা করে। অন্যদিকে জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধনের বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিক্ষোভ করছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেওয়াত্তুত কভুসোগ্লু বলছেন: এ সম্মেলনে ইসলামী দেশগুলো ফিলিস্তিনের সমস্যাটির উপর জোর দিচ্ছে। তারা ঐতিহাসিক শহরটির রুপ বদলে যেতে দিতে চায় না।

অন্যদিকে প্রথম থেকেই মার্কিন সহিংসতা এবং গাজা হামলার অন্যতম কট্টর সমালোচক ছিল তুরস্ক। হামলায় নিহতদের জন্য তুরস্কে তিন দিনের শোক ঘোষণা করে সরকার।

এরদোগান ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসাবে উল্লেখ করেছেন এবং ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন।

গাজার এই ঘটনায় তুরস্ক ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, উভয় দেশ একে অপরের সিনিয়র কূটনীতিকদের বহিষ্কার করেছে।