চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।

দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শুনানো হয়।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কনস্যুলেটের কনফারেন্স হলে মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়। যেখানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক দেবশ্রীর গুরুত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভে বঙ্গবন্ধুর অসামান্য অবদান এবং বর্তমান বাংলাদেশের অভাবনীয় উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিষয়ে বিশদ আকারে আলোচনা করেন ।

উপস্থিত সকলের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য জাতীয় চার নেতা একাত্তরে নিহত সকল বীর মুক্তিযোদ্ধা ও গণহত্যায় নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় ।