চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলায় বহু হতাহত

আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে আত্মঘাতী হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ভয়াবহ হামলায় আরও শতাধিক আহত হওয়ার তথ্য দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর দেশ ছাড়ার পর এটাই সবচেয়ে রক্তাক্ত হামলা। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি মসজিদে এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

শিয়া সম্প্রদায়ের মসজিদটিতে হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে তালেবানের প্রতিদ্বন্দ্বি গোষ্ঠী স্থানীয় আইএস দেশটির পূর্বাঞ্চলে সম্প্রতি বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে মসজিদের ভিতর মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনার পর স্বজনরা মসজিদের সামনে জড়ো হন। তবে আরও হামলার আশঙ্কায় তাদের সরিয়ে দিয়েছে তালেবান।