চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জুনে ভারতকে ১০ কোটি ডোজ ভ্যাকসিন দিতে পারবে সেরাম

ভারতে করোনা বিপর্যয়ের মধ্যে ভ্যাকসিন সংকট যখন চরমে, তখন সেরাম ইনস্টিটিউট জানিয়েছে জুন মাসের মধ্যে তারা দেশটির সরকারকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ সরবরাহ করতে পারবে। 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে সেরাম ইন্সটিটিউট জানিয়েছে, জুনে ৯ থেকে ১০ কোটি ভ্যাকসিনের ডোজ উৎপাদন এবং সরবরাহ করার লক্ষ্য নিয়েছে তারা। মে মাসে উৎপাদন হয়েছে সাড়ে ৬ কোটি। সংক্রমণ নিয়ন্ত্রণে দল্লিতে ৭ জুন পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

করোনাভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত ১৭ কোটি ১০ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ৩৫ লাখ ৫৫ হাজারেরও বেশি। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ।