চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জীবনের ঝুঁকি নিয়ে শিশু উদ্ধারকারী পুলিশকে টইটুম্বুরের সংবর্ধনা

পুলিশ কনস্টেবল মোহাম্মদ মনির জীবনের ঝুঁকি নিয়ে আট বছরের শিশুকে চট্টগ্রামের মহেশ খালের একটি ডোবা থেকে উদ্ধার করায় শিশু কিশোর মাসিক পত্রিকা টইটুম্বুর এর উদ্যোগে তাকে সম্মাননা জ্ঞাপন ও পুরস্কার দেয়া হয়েছে।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন। আরো উপস্থিত ছিলেন, সিএমপি পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, টইটুম্বুর এর ভারপ্রাপ্ত সম্পাদক নাওশেবা সবিহ কবিতাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৩০ আগস্ট নগরীর বন্দর থানাধীন নিমতলা ট্রাক টার্মিনাল এলাকায় কর্তব্যরত ছিলেন ট্রাফিক কনস্টেবল মনির। সকাল সাড়ে ৯টার দিকে ওই টার্মিনালসংলগ্ন খালপাড় এলাকায় অনেক লোকের ভিড় দেখে তিনি এগিয়ে যান। সেখানে দেখতে পান, খালের পানিতে একটি ছেলে ডুবে যাচ্ছে। শুধু তার হাত দেখা যাচ্ছে। উপস্থিত লোকজন কেউ তাকে উদ্ধারে পানিতে না নামলেও জীবনের ঝুঁকি নিয়ে ইউনিফর্ম পরা অবস্থায়ই পানিতে ঝাঁপ দেন মনির। এর পর প্রায় ডুবে যাওয়া আট বছরের শিশু সাজ্জাদ হোসেনকে উদ্ধার করেন। এর ফলে ওই শিশুটি প্রাণে বেঁচে যায়।