চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জিয়ার ঝড়ো ফিফটিই ব্যবধান গড়ল

ঢাকা প্রিমিয়ার লিগে সুপারলিগ পর্বে শুক্রবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ রানের জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৪৭.৪ ওভারে অলআউট হয়ে যাওয়ার সময় ২৪৭ রান তোলে শেখ জামাল। জবাবে গাজী গ্রুপ ৪৭ ওভারে ৭ উইকেটে ২১৭ রানে থাকার সময় বৃষ্টি বাগড়া দেয়। পরে আর খেলাই গড়ায়নি। আম্পায়াররা অপেক্ষার শেষ টানেন বৃষ্টি আইনে শেখ জামালকে জয়ী ঘোষণা করে।

ওপেনার সৈকত আলি ৫১, তানবীর হায়দার ৫০ ও জিয়াউর রহমানের ৮৬ রানে আড়াইশর কাছে যায় শেখ জামাল। জিয়ার ঝড়ো ফিফটিই মুলত ব্যবধান গড়ে দিয়েছে। ৬ চার ও ৫ ছক্কায় ৭৪ বলে লড়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন এই অলরাউন্ডার।

গাজীর হয়ে ৫৭ রানে ৪ উইকেট নেন আবু হায়দার রনি। ২টি করে গেছে মুমিনুল হক ও সিকান্দার রাজার দখলে।

জবাব দিতে নেমে ৫৩ রানের উদ্বোধনী জুটি আনেন জহুরুল ইসলাম (২৯) ও ইমরুল কায়েস ৩৬ রানে। মুমিনুল ২ আর ফর্মে থাকা রাজা ৪ রানে ফিরে গেলে খানিকটা বিপাকে পড়ে দলটি।

সেখান থেকে জাকির আলি ৬১ ও আসিফ আহমেদের অপরাজিত ৫২ রানে ম্যাচে থাকার চেষ্টা করে গাজী গ্রুপ। বৃষ্টিতে চেষ্টাটা আগেভাগেই থেমে যায়।