চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজ থেকেই ভাবনায় বিশ্বকাপ

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ। যার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চান মাহমুদউল্লাহ রিয়াদ। সামনে যত ম্যাচ আছে, সেখানে জিতে বিশ্বকাপে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠার পথে হাঁটতে চান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকেই বিশ্বকাপে চোখ রাখার কথা বললেন অধিনায়ক।

‘টি-টুয়েন্টি বিশ্বকাপও খুব বেশিদিন দূরে নেই। আমার মনে হয় এটা একটা সঠিক সময়, যাতে করে আমরা দলটা ভালোভাবে করতে পারি। প্রতিটি ম্যাচই যদি আমরা স্টেপ বাই স্টেপ খেলতে পারি ও জিততে পারি, তাহলে বিশ্বকাপ পর্যন্ত আমাদের একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে।’

সোমবার শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টি-টুয়েন্টির সিরিজ। টেস্ট ও ওয়ানডে সিরিজ সহজে জিতলেও টি-টুয়েন্টিতে সফরকারীদের সমীহ করছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক সর্তক করে বলেছেন, প্রতিপক্ষকে সহজ ভেবে নিলেই ঘটবে বিপদ।

‘চ্যালেঞ্জ তো থাকবেই। প্রতিটি খেলাই চ্যালেঞ্জিং। যার সাথেই খেলেন না কেনো। যেহেতু আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজে ভালো ক্রিকেট খেলেছি। তারপরেও মনে হয় টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী একটি দল। তাদের ব্যাটিংঅর্ডার বেশ ভালো আছে। আমাদেরও খুব ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে আসতে হবে। কারণ আমরা যদি সহজভাবে নেই, আমাদের জন্য খারাপ হবে।’