চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ, বুধবারই সঙ্গী হবেন সাকিব

দীর্ঘ ২১ ঘণ্টার বিমান ভ্রমণ শেষে জিম্বাবুয়ের হারারে শহরে পৌঁছেছে বাংলাদেশ। বুধবার বিশ্রামে থাকবে টিম টাইগার্স। বৃহস্পতিবার থেকে শুরু হবে ব্যাট-বলের প্রস্তুতি। অনুশীলন শুরুর আগেই পুরো দলকে একসঙ্গে পাচ্ছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।

দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, ঢাকা থেকে কাতারের রাজধানী দোহা হয়ে, সাউথ আফ্রিকার জোহানেসবার্গ, এরপর সেখান থেকে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পা রাখে টাইগার জাতীয় ক্রিকেট দল।

শ্রীলঙ্কান স্পিন কোচ রঙ্গনা হেরাথ দোহায় বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আর সাউথ আফ্রিকান হেড কোচ ডমিঙ্গোর সঙ্গে জোহানেসবার্গ থেকে দলের সঙ্গী হয়েছেন নতুন প্রোটিয়া ব্যাটিং কোচ অ্যাশলে প্রিন্স।

যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সাথে সময় কাটানো শেষে বুধবারই দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। ওপেনার সাদমান ইসলামও আজ দলের সঙ্গে যোগ দেবেন।

৭ জুলাই হারারাতে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। পরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সব খেলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে।