চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জিডিপি ৬.৫ শতাংশের নীচে নামবে না: পরিকল্পনা মন্ত্রী

অনলাইন ডেস্ক: চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কোনোভাবেই ৬.৫ শতাংশের নীচে নামবে না বলে পূর্বাভাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী।

বুধবার সকালে এনইসি সম্মেলন কেন্দ্রে চরম দারিদ্র্য দূর করার ওপর এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেছেন, “বৈরী রাজনৈতিক পরিবেশে অর্থনৈতিক কর্মকান্ড বাঁধা না পেলে ৬ শতাংশ জিডিপির ফাঁদ থেকে বেরিয়ে ৭ শতাংশে পৌঁছে যেতো বাংলাদেশ।”

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সঙ্গে দু’দিনের সম্মেলনের সহ-আয়োজক বাংলাদেশ ব্যাংক, যুক্তরাজ্য সরকার এবং বেসরকারী সংস্থা শ্রী।

উদ্বোধনী পর্বে চরম দারিদ্র্য পরিস্থিতি এবং তা দূর করার উপায় নিয়ে মূল প্রবন্ধ তুলে ধরেন বিআইডিএস এর গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন এবং শ্রী’র গবেষণা প্রধান ড. জুলফিকার আলী। চরম দারিদ্র্য দূর করতে গবেষকদের কাছে সুনির্দিষ্ট দিকনির্দেশনা চেয়েছেন পরিকল্পনা মন্ত্রী।