চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জায়ান্টদের রাতে ম্যানইউ-বায়ার্ন-চেলসির উড়ন্ত জয়

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম মাঠে গড়িয়েছে মঙ্গলবার রাতে। প্রত্যাশিত জয় পেয়েছে মাঠে নামা জায়ান্টদের সকলেই। কেবল গোলশূন্য ড্র করেছে রোমা-অ্যাথলেটিকো। আর বার্সেলোনার মাঠ থেকে হেরে ফিরেছে বর্তমান রানার্সআপ জুভেন্টাস।

লিওনেল মেসির জোড়া গোলে ন্যু ক্যাম্পে জুভেন্টাসকে ৩-০তে হারিয়েছে পাঁচবারের ইউরোপ জয়ীরা। অন্য গোলটি ইভান রাকিটিচের। ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে গ্রিসের অলিম্পিয়াকোসকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগালের স্পোর্তিং লিসবন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এডিনসন কাভানির জোড়া ও নেইমার-কাইলিয়ান এমবাপের গোলে স্কটিশ ক্লাব সেল্টিককে তাদেরই মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করে চলতি আসরের যাত্রা শুরু করেছে ফরাসী জায়ান্ট পিএসজি।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আন্ডারলেখটকে ৩-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শুরুতেই ১০ জনের দল হয়ে পড়া বেলজিয়ান ক্লাবটির বিপক্ষে জাল খুঁজে পেয়েছেন রবার্ট লেভানডোভস্কি, থিয়াগো আলকান্তারা ও জসুয়া কিম্মিচ।

ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে সহজ জয় পেয়েছে ইউরোপা জিতে কোয়ালিফাই করা ম্যানচেস্টার ইউনাইটেডও। সুইজারল্যান্ডের এফসি বাসেলকে ৩-০ গোলে হারিয়েছে তারা। হোসে মরিনহোর মুখে হাসি ফুটিয়েছে মারোয়ান ফেলাইনি, রোমেলু লুকাকু ও মার্কাস রাশফোর্ডের গোল।

একই গ্রুপের আরেক ম্যাচে পর্তুগালের বেনফিকাকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে রাশিয়ার সিএসকেএ মস্কো।

তবে রাতের সবচেয়ে বড় জয়টি এসেছে ইংলিশ জায়ান্ট চেলসির হাত ধরে। ‘সি’ গ্রুপে ইতালির রোমার মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরা অ্যাথলেটিকো মাদ্রিদের গোলখরার শোধটাই যেন তুলেছে ব্লুজরা আধাডজন গোল করে।

কারাবাখ এফকেকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। ঘরের মাঠে গোল পেয়েছেন মিচি বাতসুয়াই, পেদ্রো রদ্রিগেজ, ডেভিড জাপ্পাকোস্তা, সিসার আসপিলিকুয়েতা ও টিমৌয়ে বাকায়োকো। অন্য গোলটি অতিথিদের ম্যাকসিমের আত্মঘাতী দান।