চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জাসমিন কামাচো-কুইনে পুয়ের্তো রিকোর ইতিহাস

জাসমিন কামাচো-কুইন। টোকিও গেমসে এখন তারা-জ্বলজ্বলে এক নাম। হওয়ারই কথা! নিজেকে ও পুয়ের্তো রিকোকে অলিম্পিক অ্যাথলেটিকসে প্রথম সোনার স্বাদ যে পাইয়ে দিয়েছেন।

টোকিও অলিম্পিকে সোমবার মেয়েদের ১০০ মিটার হার্ডলসে নেমেছিলেন জাসমিন কামাচো-কুইন। সোনার হাসি নিয়ে ট্র্যাক ছেড়েছেন। ১২.৩৭ সেকেন্ড সময় নিয়েছেন নিজ ইভেন্ট শেষ করতে। ২৪ বছরের অ্যাথলেট গড়েছেন অলিম্পিক রেকর্ডও।

টোকিওয় পুয়ের্তো রিকোর প্রথম পদক এটি, ইতিহাস গড়ে দেয়ার পথে রুপাজয়ীর সঙ্গে কামাচো-কুইনের ব্যবধান ছিল ০.১৫ সেকেন্ডের। হারিয়েছেন একজন বিশ্ব রেকর্ডধারীকে।

যুক্তরাষ্ট্রের ২৮ বর্ষী কেন্ড্রা হ্যারিসন রুপা জিতেছেন, সময় নিয়েছেন ১২.৫২ সেকেন্ড। এই ইভেন্টের বিশ্বরেকর্ডটি তারই।

সোমবার ১০০ মিটার হার্ডলসের ব্রোঞ্জ পদকটি গেছে জ্যামাইকায়, ২৭ বর্ষী মেগান ট্যাপের ১২.৫৫ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন তৃতীয়।