চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জার্মানিতে ‘আশ্রয়’ নেয়া ব্লগারের অকালমৃত্যু: কারণ এখনো অজানা

জার্মানিতে আশ্রয় নেয়া এক বাংলাদেশি নারী ব্লগারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বাসা থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ৷ ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি৷

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে সূত্রে এ তথ্য জানা গেছে।

‘পেন জার্মানি’র উদ্যোগে বার্লিনে আশ্রয় নেয়া মৃত তমালিকা সিংহ ব্লগার হিসেবে স্থানীয় বাঙালি কমিউনিটিতে পরিচিত ছিলেন, তিনি ‘অর্পিতা রায়চৌধুরী’ নামে লেখালেখি করতেন৷

বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করেছে জার্মান পুলিশ৷ নিজের বাসার বাথরুম থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়৷ সেখানে উপস্থিত একজন চিকিৎসক তমালিকাকে মৃত ঘোষণা করেন৷

প্রসঙ্গত, বাংলাদেশি আরেক ব্লগারের সঙ্গে তমালিকা সিংহ একই ভবনে থাকতেন বলে জানা গেছে৷