চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জামাল পিছিয়ে পড়েছেন, অনুজ্জ্বল সিদ্দিকুর

বাংলাদেশ ওপেনের দ্বিতীয় রাউন্ডে দারুণ প্রদর্শনী ছিল জামাল হোসেন মোল্লার। যৌথভাবে শীর্ষে থেকে বৃহস্পতিবার আলো কেড়েছিলেন। শুক্রবার ধারাবাহিকতা রাখতে পারলেন না বাংলাদেশের এ গলফার। দেশসেরা আরেক তারকা সিদ্দিকুর রহমানও থাকলেন নিজের ছায়া হয়েই।

কুর্মিটোলা গলফ কোর্সে তৃতীয় রাউন্ডে ৩টি বার্ডি, ২টি বোগি ও একটি ডাবল বোগি করে পিছিয়ে পড়েন জামাল। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলে যৌথভাবে সপ্তম স্থানে আছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

তৃতীয় রাউন্ডে সিদ্দিকুর ৩টি বার্ডি ও ২টি বোগি করেছেন। তাতে তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ২ শট কম খেলে যৌথভাবে ১৯তম স্থানে আছেন। তৃতীয় রাউন্ড শেষে তার স্বদেশি বাদল হোসেনও ১৯তম স্থানে আছেন।

পারের চেয়ে ১১ শট কম খেলে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের গলফার জ্যাক হ্যারিসন।