চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জাবি অধ্যাপক কবি হিমেল বরকত মারা গেছেন

শনিবার অনলাইনে ক্লাস নেওয়ার সময় হার্ট অ্যাটাক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক হিমেল বরকত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রয়াত কবি ও গীতিকার রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোটভাই।

তার স্বজনরা জানান, শনিবার বেলা ১১টার দিকে অনলাইনে ক্লাস নেওয়ার সময়ই হার্ট অ্যাটাক হয় হিমেল বরকতের। পরে তাকে ভর্তি করা হয় রাজধানীর বারডেম হাসপাতালে। সেখানে আরও দুই বার হার্ট অ্যাটাক হয় এই শিক্ষকের।

লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর।

রোববার বেলা সাড়ে ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শ্রদ্ধা নিবেদন শেষে বাগেরহাটের মোংলার মিঠাখালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে হিমেল বরকতের মরদেহ।