চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। গত ২২ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।

এবার প্রায় ১৯শ’ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০ ভাগ। আজ ভর্তি পরীক্ষার সমাপনী দিনে ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা সম্পন্ন উপলক্ষে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান।

তিনি ভর্তি পরীক্ষার কার্যক্রমে নিয়োজিত শিক্ষক, প্রক্টরিয়াল বডির সদস্য, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য, অফিসার, কর্মচারি, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপাচার্যের কার্যালয়ে বেলা দেড়টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।