চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাবিতে পাঁচটি নতুন বাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন ৫টি গাড়ি যুক্ত করা হয়েছে। এর ফলে নিয়মিত প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী পরিবহন যাতায়াতের সুবিধা পাবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ফিতা কেটে পরিবহন সেবায় এ ৫টি গাড়ির সংযুক্তি উদ্বোধন করেন।

ফিতা কেটে উদ্বোধনের সময় উপাচার্য নিরাপদ সড়ক, পরিবহন সেবার মান বৃদ্ধি এবং গাড়ি চালকদের দায়িত্ব সচেতন এবং সতর্কতার ওপর গুরুত্বারোপ করেন।

পরিবহন পুলে যুক্ত হওয়া বাসের মধ্যে রয়েছে ২৮ সিটের ২টি এসি মিনিবাস, ৩০ সিটের ১টি নন এসি মিনিবাস, ১টি ১৬ সিটের বড় মাইক্রোবাস। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের মালামাল বহন ও যাতায়াত সুবিধার জন্য ১টি পিকআপ যুক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো.মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আলী আজম তালুকদার, অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. খো. লূৎফুল এলাহী, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি উপস্থিত ছিলেন।

উদ্বোধন পর্ব শেষে উপাচার্য এবং উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ মিনিবাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।