চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাবিতে তথ্য অধিকার আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তথ্য অধিকার আইন-২০০৯ জন অবহিতকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ তথ্য কমিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-কল্যাণ ও পরামর্শ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ যদি না থাকে তাহলে বড় ধরনের মানবসৃষ্ট দুর্যোগ তৈরি হতে পারে। বেসরকারি খাতে সরকার যদি একটাকাও জনকল্যাণে ব্যয় করে, তবে তাদের তথ্য দিতে বাধ্য থাকবে। জনগণের টাকায় জনগণের জন্য যে আইন সেখানে কোন কিছু গোপন রাখা যাবে না। সরকারি কর্মকর্তাদের গণস্বার্থে প্রশাসনের কাজ করতে হবে। তথ্য প্রদানের ক্ষেত্রে সাংর্ঘষিক হওয়া যাবে না। তথ্য যেখানে গোপনীয়তার চরম পর্যায়ে, সেখানে সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। তথ্য পাওয়ার অধিকার ছড়িয়ে দিতে হবে জন দোরগোড়ায়।’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘তথ্য প্রাপ্তি জনগণের নাগরিক অধিকার। অন্যের কাছে আমরা যেমন তথ্য চাইতে পারি তেমনি নিজেকেও তথ্য সরবরাহে আরো সচেতন হতে হবে। ভাল মন্দের দিক বিবেচনা করে তথ্যের আদান-প্রদান করতে হবে।’

এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে বাংলাদেশ তথ্য কমিশনের সাবেক পরিচালক জনাব জাফর রাজা চৌধুরী উপস্থিত ছিলেন।

ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্ম কমিশনের সাবেক সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড.শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক।