চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাপানে ভয়াবহ তাপদাহ, সতর্কতা জারি

ভয়াবহ তাপদাহে ভুগছে জাপান। নিরাপদ থাকতে নতুন করে সবার জন্য সতর্কতা জারি করেছে সেখানকার কর্তৃপক্ষ। এই তাপদাহে এরই মধ্যে প্রাণ হারিয়েছে প্রায় ৪০ জন।

সোমবার টোকিওর পাশে কুমাগায়াতে তাপমাত্রা ছিলো ৪১.১ সেলসিয়াস। এর আগে জাপানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিলো ৪১ সেলসিয়াস, ২০১৩ সালে।

সোমবার জাপানের কয়েক ডজন শহরে তাপমাত্রা ছিলো ৪০ সেলসিয়াস। জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জনগণকে শীতাতপ নিয়ন্ত্রিত এলাকায় থাকতে অনুরোধ জানিয়েছে, প্রচুর পানি পান করতে বলেছেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন।

৩৫ ডিগ্রির উপরে যেখানে তাপমাত্রা সেখানে হিটস্ট্রোক থেকে রেহাই পেতে আরো বেশি সচেতন থাকতে বলা হয়েছে। তবে এর থেকে কম তাপমাত্রাও শিশু ও বৃদ্ধদের জন্য ক্ষতিকর হতে পারে তারা কোন পরিবেশে কি কাজ করছে সেটার ভিত্তিতে।

দেশটির কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে এই গ্রীষ্মে এরই মধ্যে ১০,০০০ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে তাপের কবলে পড়ে।
টোকিওর গভর্নর ইয়ুরিকো কোইকি বলেন, এখনকার তাপদাহ অনেকটাই স্টিম বাথ রুমে থাকার মতো।

তবে এই তাপদাহ ২০২০ সালে টোকিওতে হতে যাওয়া সামার অলিম্পিক নিয়ে আরো ভাবনাচিন্তা তৈরি করছে। অলিম্পিক কর্মকর্তা ও স্থানীয় সরকার আলোচনা করছে এই তাপদাহকে মোকাবেলা করার জন্য রাস্তায় সূর্যরশ্নি প্রতিরোধক চিত্রকর্ম আঁকার জন্য অথবা ভ্রাম্যমাণ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি স্টেশন তৈরির জন্য।

কোইকি বলেন, এসব ভাবনা চিন্তা সেই সব অ্যাথলেটদের জন্য নয় বরং দর্শকদের জন্য যারা রাস্তায় দাঁড়িয়ে উল্লাস করবে।