চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাপানে দরিদ্র নিবাসে ভয়াবহ আগুন

জাপানে এক দরিদ্র নিবাসে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল এনএইচকে’র ফুটেজে দেখা যায়, বুধবার স্থানীয় সময় রাতে অার্থিক সমস্যায় থাকা জনগোষ্ঠীর জন্য তৈরি ওই আবাসিক কেন্দ্রটিকে আগুন চারদিক থেকে গ্রাস করে ফেলছে।

বিবিসি জানায়, আগুন লাগার সময় ওই দরিদ্র নিবাসের ভেতর ১৬ জন অবস্থান করছিল। প্রকাণ্ড আগুনের সাথে যুদ্ধ করে তাদের ৫ জনকে জীবিত উদ্ধার করতে সফল হয় ফায়ার সার্ভিস।

জাপানের উত্তরাঞ্চলের সাপোরো শহরে অবস্থিত এই তিনতলা ভবনটির বেশিরভাগ অধিবাসীই বয়স্ক।

এনএইচকে জানিয়েছে, নিবাসটি একটি স্থানীয় জনকল্যাণমূলক সংগঠন পরিচালিত, যারা অর্থাভাবে থাকা জনগোষ্ঠীকে স্বল্প খরচে থাকার সুযোগ করে দেয় এবং সেই সময়টায় উপযুক্ত কাজ খুঁজে নিতে সাহায্য করে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। কারণ খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

এর আগে ২০১০ সালে সাপোরোতেই বয়স্কদের জন্য একটি নার্সিং হোমে আগুন লেগে সাতজন নিহত হয়েছিল।