চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জানা গেল ‘জেমস বন্ড’ খ্যাত শন কনারির মৃত্যুর কারণ

অক্টোবর মাসে বিশ্বকে কাঁদিয়ে চলে গেছেন ‘জেমস বন্ড’ খ্যাত শন কনারি। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছিল তার। এবার জানা গেছে তার মৃত্যুর প্রকৃত কারণ।

নিউমোনিয়ায় ভুগছিলেন শন কনারি। অস্বাভাবিক হৃৎস্পন্দনের সমস্যাতেও ভুগছিলেন। নিউমোনিয়ার কারণে ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। ৩১ অক্টোবর দিবাগত রাত ১ টার দিকে ৯০ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।

অভিনয় ক্যারিয়ারে শন কনারি অস্কার ছাড়াও দুইবার বাফটা এবং তিনবার গোল্ডেন গ্লোবস অর্জন করেন।

জেমস বন্ড সিরিজের ‘০০৭’ এর জন্য খ্যাতি পেলেও তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে দ্য হান্ট ফর রেড অক্টোবর, দ্য আনটাচেবল, ইন্ডিয়ানা জোনস, দ্য লাস্ট ক্রোসেড এবং দ্য রক বিশেষভাবে উল্লেখযোগ্য। পিঙ্ক ভিলা