চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে আজ

দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে আজ। এর আগে শনিবার বিকেল ৫টায় ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

অধিবেশন কত দিন চলবে, কোন কোন বিষয়ে কত ঘণ্টা আলোচনা হবে ওই সভায় এসব বিষয় নির্ধারিত হয়। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অধিবেশনে ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া উচ্চ আদালতের রায় ও রায়ে দেওয়া প্রধান বিচারপতি এস কে সিনহার পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি মিয়ানমারে নির্যাতনের শিকার লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়েও সংসদে আলোচনা হবে বলে জানা গেছে।

এ ছাড়া এ অধিবেশনে নতুন কয়েকটি বিল উত্থাপন হবে এবং আগে উত্থাপিত বেশ কয়েকটি বিল পাস হবে।