চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে এক হয়ে আন্দোলন করবে বিএনপি’

জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে এক হয়ে যুগপৎ আন্দোলন করবে বিএনপি। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, পুরো অক্টোবর মাসেই কর্মসূচি চলবে, তবে তা হবে শান্তিপূর্ণ। নির্দলীয় সরকারের রূপরেখাও সম্মিলিতভাবে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

ইতোমধ্যে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন, গণঅনশন ও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। তবে এর পাশাপাশি এখন নির্দলীয় সরকরের অধীনে নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলনে যেতে চায় তারা।

সেই লক্ষ্যে সামিল হয়েছে ড. কামাল হোসেন আর অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর জাতীয় ঐক্যের সঙ্গে। মওদুদ আহমদ জানালেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গেই কর্মসূচি দেয়া হবে।

অনেক আগে থেকেই বিএনপি নির্দলীয় সরকারের রূপরেখা দিলেও এবার ড. কামালসহ অন্যদের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতেই রূপরেখা দেয়ার কথা জানান মওদুদ।

এরই মধ্যে বদরুদ্দোজা চৌধুরীর জানিয়ে দিয়েছেন, জামায়াতে ইসলামিকে ছাড়া বিএনপিকে জাতীয় ঐক্যে আসতে হবে। এ প্রসঙ্গে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ঐক্য হবে বিএনপি’র সঙ্গে ২০ দলীয় জোটের সঙ্গে নয়।