চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘জাতীয় ঐক্যফ্রন্ট থেকে কেউ কেউ যোগ দেবে ১৪ দলে’

জাতীয় ঐক্যফ্রন্ট যখন অন্য দলগুলোকে স্বাগত জানানোর কথা বলছে, তখন ১৪ দল বলছে: ফ্রন্ট থেকেই বরং কেউ কেউ যোগ দেবে তাদের সঙ্গে।

ঐক্যফ্রন্টকে নতুন ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ বলেছে, ষড়যন্ত্র সম্পর্কে তারা এখন আগের চেয়ে বেশি সচেতন, সেভাবেই রাজনৈতিক কৌশল ঠিক করা হবে।

আওয়ামী লীগ বলছে, জাতীয় ঐক্যফ্রন্ট সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া, খালেদা জিয়ার মুক্তি এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েনসহ যে ৭ দফা দাবি জানিয়েছে তার সবগুলোই অসাংবিধানিক, তাই মানার প্রশ্নই উঠে না।

দলের নেতারা বলছেন, অসাংবিধানিক দাবি মানা মানে অশুভ শক্তির জন্য পথ করে দেওয়া। জাতীয় ঐক্যফ্রন্টে যে দলগুলো রয়েছে তাদের মতাদর্শ কিভাবে মিলবে সে প্রশ্নও রয়েছে আওয়ামী লীগের।

১৪ দলও বলছে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য করে ড. কামাল হোসেন কীভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে হাঁটবেন?

জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপি এবং স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনের প্রচেষ্টা হিসেবে দাবি করে ১৪ দল বলেছে, তারা কখনোই সফল হবে না।

বিস্তারিত ভিডিও রিপোর্টে: