চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জাতিসংঘ মহাসচিবের ইউক্রেন সফরকালে কিয়েভে রকেট হামলা

মহাসচিবের নিন্দা

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের ইউক্রেন সফরের সময় কিয়েভে রকেট হামলায় তিনি নিরাপত্তা পরিষদের ভূমিকার সমালোচনা করেছেন।

ইউক্রেনের যুদ্ধ প্রতিরোধ বা শেষ করতে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

“আমাকে খুব স্পষ্ট করে বলতে দিন, এই যুদ্ধ প্রতিরোধ ও শেষ করার জন্য তার ক্ষমতার সবকিছু করতে ব্যর্থ হয়েছে।”

এই অবস্থাকে ‘প্রচণ্ড হতাশা এবং ক্রোধে’র উৎস হিসেবে অভিহিত করেন।

গুতেরেস ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিশেষভাবে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত। কিন্তু ফেব্রুয়ারীতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থাটি কাজ করতে ব্যর্থ হওয়ায় ইউক্রেন সরকারসহ নিরাপত্তা পরিষদ সমালোচনার সম্মুখীন হয়।

অন্যদিকে, রাশিয়া সংস্থার পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে অন্যতম একটি এবং দেশটি সংঘাতের একাধিক প্রস্তাবে ভেটো দিয়েছে।

তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন, আমি এখানে আপনাকে এবং ইউক্রেনের জনগণকে বলতে এসেছি, আমরা হাল ছাড়ব না।

তবে গুতেরেস তার সংস্থাকেও রক্ষা করেছেন বলে জানান। নিরাপত্তা পরিষদ পঙ্গু হয়ে গেছে মন্তব্য করে জানান, জাতিসংঘ অন্যান্য পদক্ষেপ নিচ্ছে।

তিনি বিবিসিকে বলেন, ইউক্রেনের ১ হাজার ৪০০ জন কর্মী সদস্য জাতিসংঘের খাদ্য, অর্থ এবং অন্যান্য ধরনের সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করছে।