চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘জল জোছনার প্লাবন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

কবি রওশন কেয়া’র প্রথম কাব্যগ্রন্থ ‘জল জোছনার প্লাবন’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার রাজশাহীর আলুপট্টিতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাশিল্পী অধ্যাপক রাশেদা খালেক।

শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডক্টর পি. এম. সফিকুল ইসলাম, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার এবং রাজশাহী সরকারি পি. এন. বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা, বীর মুক্তিযোদ্ধা সুখেন মুখোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী অচিন্ত্য কুমার সরকার।

‘জলজোছনার প্লাবন’ একটি সুন্দর এবং স্বপ্ন দেখার কাব্যগ্রন্থ উল্লেখ করে আলোচকরা বলেন, কবিকে আগামীতে আরও সৃষ্টিশীল করে তোলার অনুপ্রেরণা জোগাবে এই কাব্যগ্রন্থ।

তাদের আশা, কবি রওশন কেয়ার যে স্বপ্ন ছিল তা অনেকটাই পূরণ হয়েছে এর মাধ্যমে। অন্যদেরকেও লেখালিখির ক্ষেত্রে উৎসাহ জোগাবে।

‘জল জোছনার প্লাবন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
‘জল জোছনার প্লাবন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

এই আয়োজনে অংশ নিয়ে কবি রওশন কেয়ার মা ফরিদা ইসলাম বলেন, ‘পারিবারিকভাবে তারা কবি রওশন কেয়াকে উৎসাহ প্রেরণা জুগিয়েছেন, তাদের প্রেরণা উৎসাহে রওশন কেয়ার এতদূর এগিয়ে আসা।’

‘জলজোছনার প্লাবন` কাব্যগ্রন্থের কবির পুরো নাম রওশন আরা বেগম। তবে তিনি রওশন কেয়া নামেই কবিতা লিখেন।

রওশন কেয়া একাধারে শিক্ষক, লেখক, কবি ও উপস্থাপক।