চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ লাগাতে হবে’

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন উদ্ভিদ বিজ্ঞানী ও পরিবেশকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ দেখা গাছ চেনা অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান। তরুপল্লবের আয়োজনে এ অনুষ্ঠানে দুর্লভ প্রজাতির দেশি গাছ লাগানো হয়।

যে গাছ আমাদের বেঁচে থাকতে সহায়তা করে তার ভিন্ন ভিন্ন প্রজাতির নাম জানতে তরুপল্লবের গাছ দেখা গাছ চেনার ২৫তম আয়োজনে সমবেত হন বৃক্ষপ্রেমীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে ঘুরে ঘুরে গাছ দেখেন তারা, জানেন নাম ও বৈশিষ্ট্য।

তরুপল্লবের উদ্যোগে চারুকলার ভেতরেই দুর্লভ প্রজাতির মাধবীলতা ও নীলমণিলতা গাছ রোপন করা হয়। এর আগে বকুলতলায় আলোচলা অনুষ্ঠানে বলা হয়, গাছের প্রতি ভালবাসা সৃষ্টি ও সচেতনতা বাড়াতে এ আয়োজন।

ঘুরে ফিরে আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তনের ইস্যু। এর প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর কোন বিকল্প নিই বলেন উদ্ভিদ বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। এতে এভারেস্ট জয়ী নিশাত মজুমদারসহ বৃক্ষপ্রেমী ও পরিবেশকর্মীরা অংশ নেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: