চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘জরিমানা আদায় নয়, জনসাধারণকে ট্রাফিক আইন মানানোই উদ্দেশ্য’

ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, জরিমানা আদায় করা নয় আমাদের উদ্দেশ্য জনসাধারণকে ট্রাফিক আইন মানানো।

বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ ত্রৈমাসিক ট্রাফিক কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

ট্রাফিকের মাঠ পর্যায়ের অফিসারদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, জনশৃংখলা, জননিরাপত্তা, জনস্বার্থে ও ট্রাফিক শৃংখলা সঠিক রাখতে যথাযথ ট্রাফিক আইন প্রয়োগ করতে হবে।

ট্রাফিক আইন প্রয়োগ করে জনদূর্ভোগ সৃষ্টি করা যাবে না বলেও জানান তিনি।

ট্রাফিক বিভাগে নতুন সংযোজিত ভিডিও প্রসিকিউশন এর মাধ্যমে প্রসিকিউশন দিতে সকল ট্রাফিক সার্জেন্টকে নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

এছাড়াও ফুটপাতে যাতে করে কেউ মোটরসাইকেল চালাতে না পারে সেজন্য আরো অধিক পরিমাণের লোহার পিলার সংশ্লিষ্ট ডিসিদের ফুটপাতে স্থাপনের নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

ট্রাফিক কনফারেন্সে গত তিন মাসের ট্রাফিকের সাফল্য পর্যালোচনা করে ট্রাফিক দক্ষিণ, পূর্ব ও উত্তর বিভাগকে আর্থিক পুরস্কারে পুরস্কৃত করেন ডিএমিপি কমিশনার মোঃ আসাদুজ্জামান মিয়া।

প্রসঙ্গত গত দুইদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪১ লক্ষ ১৪৫ হাজার ৫৫০ টাকা জরিমানা ও ৭ হাজার ৬৮১টি মামলা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। ওই সময় ১২৮টি গাড়ি ডাম্পিং ও এক হাজার ৭১টি গাড়ি রেকারও করা হয়।