চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘জনি পিটার আমাকে ইমোশনাল করেছে’

‘‘কাজ তো অনেক করা হয়। সব কাজ মনে ধরে না, কিছু কাজ মনের মধ্যে গেঁথে থাকে। নিজেকে নাড়া দেয়। ‘জনি পিটার’ তেমনই একটি কাজ। এই কাজটি আমাকে ইমোশনাল করেছে।’ কথাগুলো বলছিলেন অভিনেত্রী ঈশানা খান।

শুক্রবার বিকেলে প্রকাশ হয়েছে ‘জনি পিটার’ নামের একটি ওয়েব সিনেমা। সেখানে অভিনয় করেছেন তিনি।

এটি প্রকাশের পর বেশ প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। ঈশানা নিজেও বলছেন, ‘কাজটি করে যেমন আমি ইমোশনাল হয়েছি, তেমনি তৃপ্তি পেয়েছি।’

আরও বলেন, ‘নাটক-বিজ্ঞাপনের বাইরে দু-একটা মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু ওয়েব সিরিজের কাজ করা হয়নি। এটাই আমার প্রথম কাজ। প্রথম কাজ হিসেবে আমাকে পুরোপুরি সন্তুষ্ট করেছে। আত্মতৃপ্তির জন্য কাজ করি, সেটা আমি পেয়েছি।’

‘জনি পিটার’ ওয়েব সিনেমায় ঈশানার সঙ্গে অভিনয় করেছেন সাগর আহমেদ। এটি প্রকাশ হয়েছে ‘সাগর অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর ‘জনি পিটার’ দেখে অনেক দর্শক কমেন্টে নিজেদের মতামত জানিয়েছেন। যতগুলো মন্তব্য চোখে পড়েছে সবই ইতিবাচক। এখানে একটি গান রয়েছে। সেটাও ভালো হয়েছে বলে জানাচ্ছেন দর্শক।

শুধু তাই নয়, ঈশানা খান নিজে উদাহরণ টানলেন নিজের পরিবারের। এই লাক্স তারকা বললেন, ‘পরিবারের অনেকেই আমার কাজের সমালোচক। তারা আমার কাজের খুঁত ধরে। ভুল দেখিয়ে দেয়। কিন্তু এই কাজটি দেখে তারাও প্রশংসা করছে। নিজে থেকে ইউটিউব লিঙ্ক ফেসবুকে শেয়ার করছে। তখনই আমি একটু বেশি খুশি হয়েছি। আসলেই কাজটি ভালো হয়েছে।’

‘জনি পিটার’ নির্মাণ করেছেন আহমেদ জিহাদ। যার ব্যাপ্তিকাল প্রায় ২৩ মিনিট।। নির্মাতা জিহাদ বলেন, ‘এটি নির্মাণের জন্য রেড ক্যামেরা ব্যবহার করেছি। ফিল্মি স্টাইলে ফাইটিং রয়েছে। পুরো আয়োজনে সিনেমার ছোঁয়া আছে। সেজন্য ‘জনি পিটার’কে স্বল্পদৈর্ঘ্য না বলে ওয়েব সিনেমা বলা হয়েছে।’

আরও বলেন, ‘জনি পিটার’র সিক্যুয়াল নির্মিত হবে। প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছে, সেখান থেকে আবার পরের সিক্যুয়ালের জন্য গল্প শুরু হবে। এই টিম নিয়েই কাজ করবো। শিগগির শুটিং শুরু হবে।’

ঈশানা-সাগর ছাড়াও অভিনয় করেছেন এহসানুর রহমান, দীপক কর্মকরা, ফরহাদ লিমন, জাহিদ খন্দকার। রয়েছে একটি গান, যেটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান।

ভিডিওতে দেখুন ‘জনি পিটার’