চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জনি ডেপ ভক্তদের ষড়যন্ত্র সফল হয়নি!

‘অ্যাকুয়াম্যান টু’ থেকে সরানোর জন্য অর্থের বিনিময়ে ক্যাম্পেইন করা হয়েছে: অ্যাম্বার হার্ড

ফ্যান্টাস্টিক বিস্টস এর ফ্রাঞ্চাইজি থেকে জনি ডেপকে সরে যেতে বাধ্য করার পর ‘অ্যাকুয়াম্যান টু’ থেকে অ্যাম্বার হার্ডকে সরিয়ে দেয়ার জন্য শুরু হয়েছিল ক্যাম্পেইন। তবে তা সফল হলো না। কারণ অ্যাম্বার হার্ড জানিয়েছেন তিনি ‘অ্যাকুয়াম্যান টু’ ছবির কাজ শুরু করেছেন।

এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি জানিয়েছেন, ‘অ্যাকুয়াম্যান টু’ এর কাজ শুরু করে তিনি ‘এক্সাইটেড’। তিনি আরও বলেছেন, অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে ক্যাম্পেইন করা হয়েছিল। বাস্তবে এগুলো ভিত্তিহীন।

সম্প্রতি জনি ডেপ তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলায় হেরে গেছেন। এরপর জনি ডেপকে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ফ্রাঞ্চাইজি থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এতে অনেকেই ওয়ার্নার ব্রাদার্সের নিন্দা করেছেন।

একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘অ্যাকুয়াম্যান টু’ ও ‘জাস্টিস লিগ’ থেকে অ্যাম্বার হার্ডকে বাদ দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি জানিয়েছেন ডেপের ভক্তরা। এমনকি ‘অ্যাকুয়াম্যান টু’ বয়কটের জন্য অনলাইনে পিটিশন চালু করে স্বাক্ষর সংগ্রহ করা হয়।