চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জনগণের মাঝে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে চীন

চীন তার জনগণের মাঝে বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান করবে। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। 

জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝেং ঝংওয়ে বলেছেন, ভ্যাকসিন উৎপাদন ও পরিবহন ব্যয় সরকার বহন করবে। ব্যক্তি পর্যায়ে করোনা ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করা হবে।  আমাদের নাগরিকদের ভ্যাকসিনের জন্য একটি পয়সাও ব্যয় করতে হবে না।

চীন তার দেশের নাগরিকদের জন্য ডিসেম্বরের শেষ দিকে সর্ব প্রথম ভ্যাকসিন অনুমোদন করে।  প্রথমিকভাবে ফ্রন্টলাইনার্স এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন নাগরিকদের ভ্যাকসিন দেওয়া শুরু করে চীন।

চলতি শীত এবং আসন্ন বসন্তে যেন করোনা ব্যাপক ভালো ছড়িয়ে পড়তে না পরে সেদিকে জোর দিয়েছে দেশটি।  খাদ্য সেবা পাবলিক ট্রান্সপোর্টের সঙ্গে জড়িত ব্যক্তিদের টিকা দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে দেশটির স্বাস্থ্য বিভাগ।