চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে । দিন বদলের পালা শুরু হয়ে গেছে, আমরা দারিদ্রের হার ২১ শতাংশে নামিয়ে এনেছি । যা আগে ছিল ৪০ শতাংশ। সাথে সাথে আর্থ সামাজিক উন্নতি হয়েছে ।

নিজেদের ভাগ্য কিংবা সম্পদ গড়া নয়, দেশের প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরিশালে সিটি কর্পোরেশন নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে শপথ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগনের নির্বাচিত প্রতিনিধি, জনগণের প্রতিনিধি হিসেবে আপনাদের দায়িত্ব জনগণের জন্য কাজ করা।  জনগণের ভাগ্য পরিবর্তন করা। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা।

তৃণমূল পর্যায়ে যারা বাস করে তারা কি পেল, তাদের ভাগ্য কেমন ভাবে পরিবর্তন হবে সে দিকটিও লক্ষ্য রাখতে হবে। যতদিন আপনারা থাকবেন, জনগণদের কি দিতে পারলেন তার হিসেবটা আপনাদের দিতে হবে।