চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছয়বারের ইউরোপজয়ী রিয়াল কিংবদন্তি পাকো মারা গেছেন

স্পেনের কিংবদন্তি ফুটবলার পাকো জেন্টো মারা গেছেন। ৮৮ বছর বয়সে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৬ বার ইউরোপিয়ান কাপ জয়ী এ ফুটবলার।

মঙ্গলবার পাকোর মৃত্যু সংবাদ প্রকাশ করে বিবৃতি দিয়েছে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে মৃত্যুর কারণ উল্লেখ করেনি স্প্যানিশ ক্লাবটি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘পাকো জেন্টো রিয়াল মাদ্রিদের সকল মূল্যবোধকে পুরোপুরি ধারন করেন। মাদ্রিদিস্তা এবং ক্রিড়াবিশ্বের সকলের জন্য আজীবন এক আদর্শ হয়ে থাকবেন পাকো। মাদ্রিদের অন্যতম একজন সেরা খেলোয়াড় হিসেবে পাকোকে সবসময়ই স্মরণ করা হবে।’

পাকোর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সেখানে বলা হয়, ‘পাকোর স্ত্রী, সন্তান ও স্বজনদের প্রতি অগনিত শ্রদ্ধা, ভালোবাসা ও সমবেদনা জ্ঞাপন করছে রিয়াল মাদ্রিদ।’

রিয়াল মাদ্রিদের হয়ে মোট ১৮ বছর খেলেছেন পাকো। রিয়ালের জার্সিতে মোট ৬০০ ম্যাচে করেছেন ১৮২ গোল। জিতেছেন ১২ টি লিগ কাপ, দুটি কোপা দেল রে এবং একটি আন্তমহাদেশীয় কাপ।

এছাড়া একই ক্লাবের হয়ে সর্বোচ্চ ২৩ টি ট্রফি জয়ের রেকর্ডের মালিক স্প্যানিশ এই ফুটবলার। ছয়টি ইউরোপীয়ান কাপ জেতা ফুটবলের ইতিহাসে একমাত্র ফুটবলারও তিনিই।

স্পেনের হয়ে মোট ৪৩ বার মাঠে নেমেছেন পাকো। ১৯৬২ ও ‘৬৬ সালে দেশের হয়ে বিশ্বকাপেও খেলেছেন সাবেক এই তারকা।