চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছবিতে নারী লাঞ্ছনার প্রতিবাদ

বাংলা নববর্ষে নারী নির্যাতনকারীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ওই ঘটনার বিচার পেতে না পেতেই মাইক্রোবাসে গারো নারীকে গণধর্ষণের ঘটনায় আদিবাসী নারী নেটওয়ার্কসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সমাবেশের পর সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে দাবিনামাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়া হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সমাবেশে সভাপতিত্ব করেন।

গারো নারীকে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় টিএসসিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে আদিবাসী নারী নেটওয়ার্কসহ বেশ কিছু নারী সংগঠন।

তারা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি প্রদানের দাবি জানান।

সমাবেশে বক্তারা নারীর মর্যাদা রক্ষা ও নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ওই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও শাস্তি প্রদানের দাবি জানান।