গতকাল বৃহস্পতিবার সারাটা দিন আবহাওয়া ছিলো বৃষ্টিময়। সারাদিনের বৃষ্টির সঙ্গে বজ্রপাত আর ঝড়ো হাওয়া শুরু হয় রাতে। রাজধানীর বিভিন্ন উদ্যান ও সড়কের গাছপালা উপড়ে যায় ঝড়ের তাণ্ডবে।
গণভবনের পাশের রাস্তায় প্রবল ঝড়ে উপড়ে পড়ে গাছ। ফলে বন্ধ হয়ে যায় যানচলাচল। দীর্ঘসময় পরে উপড়ে পড়া গাছ সরিয়ে নিলে রাস্তা পরিস্কার হয়।
একই অবস্থা দেখা যায় চন্দ্রিমা উদ্যানেও। প্রবল ঝড়ের প্রকোপ সইতে না পেরে সেখানেও উপরে পড়ে বেশ কিছু গাছ।
দেখুন ছবিতে:











