চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ছবিতে ‘ওমেন্স ম্যারাথন-২০১৭’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারীর জন্য নিরাপদ ঢাকা’ প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘ওমেন্স ম্যারাথন’ প্রতিযোগিতা। সকালে রাজধানীর হাতিরঝিলে ম্যারাথন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচশ’ নারী এ ম্যারাথনে অংশ নেন। এফডিসি সংলগ্ন বেগুনবাড়ি ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়। তেজগাঁও লিংক রোড হয়ে ১০ কিলোমিটার ঘুরে শেষ হয় ম্যারাথন।

৯০ মিনিটে নির্ধারিত দূরত্ব শেষ করেন ১শ’ ১০ প্রতিযোগী। প্রথম হয়েছেন নৌবাহিনীর অ্যাথলেট মেরুনা বেগম।

চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় দেখুন ‘ওমেন্স ম্যারাথন’ প্রতিযোগিতার কিছু চিত্র:

‘ওমেন্স ম্যারাথন-২০১৭’ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন দৌড়বিদরা
প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীরা শুরু করেছেন ম্যারাথন দৌড়
জয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দৌড়বিদরা
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নৌবাহিনীর অ্যাথলেট মেরুনা বেগম
প্রতিযোগিদের প্রাথমিক চিকিৎসা জন্য বসানো হয়েছে চিকিৎসা ক্যাম্প
পুরস্কার বিতরনের আগে শুভেচ্ছা বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
বিদেশী নারীরাও এতে অংশগ্রহণ করেন
প্রতিযোগিতার প্রথম বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু