চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চ. আবাহনীর কোচের চাকরি হারালেন টিটু

সিদ্ধান্তটা মেনে নিতেই হচ্ছে সাইফুল বারী টিটুকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দুর্দান্ত গতিতে ছুটে চলা চট্টগ্রাম আবাহনীর কোচের চাকরিটা আর তার নেই। লিগের শেষদিকে দল হঠাৎ পথ হারিয়েছে, ছিটকে গেছে শিরোপা দৌড় থেকে, টিটুর ভাগ্যটাও একইসূত্রে গাঁথা পড়ল তাতে।

বুধবার হল বন্ধনছিন্ন। এদিন চট্টগ্রামের আকাশি-নীলদের কোচের পদ থেকে ছাঁটাই করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ টিটুকে।

মৌসুমের প্রায় পুরোটা পথ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পর শেষ তিন ম্যাচে পথ হারায় চট্টগ্রাম আবাহনী। মুক্তিযোদ্ধা সংসদের কাছে হারের পর ব্রাদার্সের সঙ্গে ড্র। শেষ ম্যাচে শেখ জামালের কাছে হারের পর শিরোপা স্বপ্ন এক প্রকার মিইয়ে গেছে দলটির।

২০ রাউন্ড শেষে ৪৩ পয়েন্টে তিনে অবস্থান চট্টগ্রাম আবাহনীর। লিগের শেষ দুই ম্যাচে দলকে কোচিং করাবেন জুলফিকার মাহমুদ।

এর আগে ২০১২ সালেও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল দেশের অন্যতম সেরা কোচ টিটুকে।