চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চ্যানেল আই প্রাঙ্গণে বাংলা খেয়াল উৎসব শুরু

বাংলা সঙ্গীতের শক্তি সবার কাছে পৌঁছে দিতে আজ ৩১ জানুয়ারি চ্যানেল আই প্রাঙ্গণে বসেছে বাংলা খেয়াল উৎসব-২০১৬ এর দ্বিতীয় আসর।

চ্যানেল আই ভবনে সন্ধ্যায় শুরু হওয়া দু’দিনের এ উৎসব চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। দ্বিতীয় আসরে এবার আজীবন সম্মাননা পেতে যাচ্ছে সঙ্গীত প্রতিষ্ঠান সংস্কৃতি কেন্দ্র।

৩১ জানুয়ারি শুরু হওয়া রাতব্যাপী আয়োজনের পুরোধা ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের তত্ত্বাবধানে বরেণ্য শিল্পীসহ দেশের ৬শ’ নবীন-প্রবীণ শিল্পী অংশ নেবেন বাংলা খেয়াল উৎসবে।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আমরা চাচ্ছি বাংলা সঙ্গীতের উৎকর্ষকে সবার কাছে, সার্বজনীনভাবে পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় এই আসর। আমরা আশা করছি এর মধ্য দিয়ে বাংলা খেয়ালের আরো অনেক বেশি উৎকর্ষ সাধিত হবে, প্রতিটি সঙ্গীত পিপাসু মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে।’

সঙ্গীতজ্ঞ আজাদ রহমান মনে করেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকে যথাযথ মর্যাদা দেয়ার জন্য সঙ্গীতকর্মে এর থেকে বড় আর কিছু নেই। কারণ পুরো উপমহাদেশের সব গানেই ক্লাসিকেলের প্রভাব রয়েছে।

৩১ জানুয়ারি সন্ধ্যায় শুরু হওয়া আয়োজন চলবে রাতভর। পরদিন সকাল ৯টায় পর্দা নামবে চ্যানেল আই বাংলা খেয়াল উৎসবের দ্বিতীয় আসরের।

চ্যানেল আইয়ের পর্দায় চলবে উৎসবের সরাসরি সম্প্রচার।