চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চোট নিয়ে ফিরে গেলেন স্মিথ

ডান হাতের কনুইয়ের পুরনো চোট হঠাৎ বেড়ে যাওয়ায় দেশে ফিরে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক স্টিভেন স্মিথ।

দলটির ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতে ঢাকা ত্যাগ করেছেন এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ফিরে সিডনিতে এমআরই করাবেন এবং চিকিৎসা নেবেন তিনি। বিপিএল চলাকালীন সময়ে ফিট হয়ে উঠলে আবারও ফিরে আসবেন বাংলাদেশে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বিপিএলে প্রথমবার খেলতে এসেই অধিনায়কের দায়িত্ব পান স্মিথ। তার নেতৃত্বগুণে মুগ্ধতা ছড়ায় সতীর্থদের মাঝে। কিন্তু দুটি ম্যাচ খেলেই বিপিএল থেকে বিরতি নিতে হল বল টেম্পারিং নিষেধাজ্ঞার কারণে অজিদের জাতীয় দলের বাইরে থাকা এ তারকা ব্যাটসম্যানকে।

স্মিথের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক কে হবেন, সে সিদ্ধান্ত এখনও নেয়নি ভিক্টোরিয়ানস কর্তৃপক্ষ।

সামনে আর দুটি ম্যাচ খেলেই পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ফিরে যাবেন কুমিল্লার হয়ে বিপিএলে আসা শোয়েব মালিক। স্মিথের চোট তাই কুমিল্লার জন্য বড় দুঃসংবাদ হয়েই এল।

শুক্রবার মিরপুরে রাজশাহী কিংসের বিপক্ষে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যাচের আগের দিনও মিরপুরে অনুশীলন করেছেন স্মিথ। তবে চোট বাড়ায় স্বতস্ফূর্ততা দেখা যায়নি এ অজি ক্রিকেটারের মাঝে।