চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চোট ছোট, পর্যবেক্ষণে থাকবেন মাহমুদউল্লাহ

এসবাস্টনের পথে বাংলাদেশ

সোমবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় কাফ মাসলে চোট পান মাহমুদউল্লাহ রিয়াদ। পরে তাকে স্ক্যান করাতে যেতে হয় হাসপাতালে। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম তখন জানিয়েছিলেন, স্ক্যান রিপোর্ট রাতে কিংবা মঙ্গলবার সকালে পাওয়া যাবে।

মঙ্গলবার সকালেই পাওয়া গেছে সেই রিপোর্ট। তাতে জানা গেছে ছোট চোটই পেয়েছেন মাহমুদউল্লাহ। তবে বাংলাদেশের পরের ম্যাচের আগ পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমহান বললেন, ‘মাহমুদউল্লাহ ছোট ধরনের আঘাত পেয়েছেন। বিশ্বকাপের পরের ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সেজন্য আমরা আগামী কয়েকদিন তার অগ্রগতি পর্যবেক্ষণ করব।’

কাঁধে চোট থাকায় বিশ্বকাপে বোলিং করতে পারছেন না মাহমুদউল্লাহ। সোমবার রোজ বোলে আফগানদের বিপক্ষে ব্যাটিং করতে নেমে চোট পেলেন কাফ মাসলে। পায়ে যন্ত্রণা নিয়েই ব্যাটিং করেছেন। রান নেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ২৭ রানের ইনিংস খেলা এ ডানহাতি পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি।

আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। সামনে বড় দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। বার্মিংহামে ২ জুলাই বাংলাদেশের পরের প্রতিপক্ষ ভারত। সেজন্য মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) পরের ম্যাচের ভেন্যু এসবাস্টনের শহরে রওনা হয়েছে বাংলাদেশ।