চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চোট কাটিয়ে বোলিংয়ে মাশরাফী

হ্যামস্ট্রিং চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে হালকা ফিটনেস সেশনের পর হাতে তুলে নেন বল। ছোট রান আপে নিজেকে ঝালিয়ে নেন টাইগার পেসার।

মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে ওয়ানডে নেতৃত্ব ছাড়েন মাশরাফী। গেল ৮ মাসে তাকে দেখা যায়নি মিরপুরে অনুশীল করতে। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরুর আগে সিটি ক্লাব মাঠে রানিং করতে গিয়ে চোট পান মাশরাফী। ফিরে আসে হ্যামস্ট্রিংয়ের পুরনো ব্যাথা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ফিট না থাকায় প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়নি মাশরাফীকে। যদিও নির্বাচকরা জানান, খেলার মতো অবস্থায় থাকলে যে কোনো দলই নিতে পারবেন মাশরাফীকে। এ পেসার যখন ফিট হলেন তখন টুর্নামেন্টের অর্ধেক শেষ। মাঝপথে কোনো দল তাকে অন্তর্ভূক্ত করে কিনা সেটিই দেখার।

আঙুলের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের মুমিনুল হক। দলটি এখনো নতুন কাউকে নেয়নি।