চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘চেনা কন্ডিশনে জ্বলে উঠবে বাংলাদেশ’

চট্টগ্রাম থেকে: কক্সবাজারে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা হয়েছে টান টান উত্তেজনার। বাংলাদেশ-পাকিস্তানের ওই ম্যাচে জেতেনি কেউ। দাপুটে লড়াইয়ের পর ‘টাই’ হয়েছে ম্যাচ। স্নায়ুর অমন পরীক্ষা নিশ্চয়ই দুটি দলকেই সাহসী রাখবে নকআউট পর্বে। শনিবার ইমার্জিং টিমস এশিয়া কাপের দুটি সেমিফাইনাল চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এমএ আজিজ স্টেডিয়ামে অন্য সেমিতে লড়বে পাকিস্তান-আফগানিস্তান। দুটি ম্যাচই শুরু সকাল ৯টায়।

বাংলাদেশ দলের ওপেনার আজমীর আহমেদ ছাড়া সবার প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। জহুর আহমেদ স্টেডিয়াম লংগার ভার্সন ক্রিকেটের নিয়মিত ভেন্যু। কক্সবাজারের তুলনায় এ মাঠ অনেক বেশি চেনা ক্রিকেটারদের। বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমন আশা করছেন, সাগরিকায় নতুন বাংলাদেশকে দেখা যাবে। চেনা কন্ডিশনে সেরা পারফরম্যান্স দেখাবে দলের জুনিয়র-সিনিয়র ক্রিকেটাররা মিলে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শুক্রবার দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বললেন, ‘আমার মনে হয় এখানে বেশি রান হবে। মাঠে এসেই উইকেট দেখলাম। কক্সবাজারের চেয়ে এখানে বেশি খেলেছে আমাদের ক্রিকেটাররা। কক্সবাজারে যেহেতু নিয়মিত খেলা হয় না। একটু সমস্যা হচ্ছিল। স্ট্রোক প্লেয়ারদের জন্য আদর্শ ওখানে ছিল না। এখানে ভালো উইকেট, পরিচিত মাঠ। ওই মাঠের চেয়ে এখানে অনেক বেশি খেলেছে ফোর ডে ম্যাচে। আশা করি ভালো পারফর্ম দেখতে পাবো সবার কাছে। চেনা কন্ডিশনে জ্বলে উঠবে বাংলাদেশ।’

উদীয়মানদের টুর্নামেন্ট হলেও গ্রুপ পর্বের তিন ম্যাচে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। বিপদে দলের ত্রাতা সিনিয়র ক্রিকেটার মুমিনুল-নাসির-আবুল হাসানরা। প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছেন না তরুণরা। তারপরও তরুণদের উপর ভরসা রাখছেন বাশার, ‘ওদের সবারই কিন্তু সামর্থ্য আছে। শান্ত, আফিফ, সাইফ ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। এই টুর্নামেন্টে সাইফ মোটামুটি রান করেছে। শান্ত ও আফিফ পারেনি। এই টুর্নামেন্টে যেমনটা প্রত্যাশা ছিল তেমনটা পাইনি। আশা করি কালকের ম্যাচে পারবে।’

ইমার্জিং কাপে স্বাগতিক দলের ম্যানেজার হলেও বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার। তাইতো দলের সিনিয়র ক্রিকেটারদের মনে করিয়ে দিলেন প্ল্যাটফর্মটা তাদেরও, ‘সিনিয়র প্লেয়ার যারা আছে তাদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম। তারা কেমন ফর্মে রয়েছে সেটি দেখানোর। উদীয়মান ক্রিকেটারদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি সিনিয়রদের জন্য।’