চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চেনা উইকেটে ফলের আশা

চট্টগ্রাম টেস্টে হয়েছে রান-উৎসব। পাঁচ সেঞ্চুরি ও ছয় হাফ সেঞ্চুরির ম্যাচের পঞ্চম দিনেও উইকেট ছিল ব্যাটিং সহায়ক। ফল, নিষ্প্রাণ ড্র। ঢাকায় তেমনটা হবে না বলেই আশা মাহমুদউল্লাহ ও চান্দিমালের। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট দেখে অভিন্ন সুরে দুই অধিনায়ক জানালেন, স্পিন সহায়ক উইকেটে থাকবে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। তার আগে উইকেট নিয়ে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, ‘যতটুকু দেখলাম, পিচ শুষ্ক মনে হল। সাধারণত আমরা ঢাকায় যে ধরনের উইকেট দেখতে পাই। বোলারদের জন্য উইকেটে কিছু না কিছু সহায়তা থাকেই। ত্রিদেশীয় সিরিজেও মোটামুটি সহায়তা ছিল বোলারদের জন্য। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে। ব্যাটসম্যানদের পরিকল্পনা থাকা অনেক গুরুত্বপূর্ণ। অভিপ্রায় ঠিক রেখে স্কিল প্রয়োগ করলে ইনিংস বড় করার জন্য কাজে দেবে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

লঙ্কান অধিনায়ক চান্দিমাল বললেন, ‘ত্রিদেশীয় সিরিজে মিরপুরের উইকেট বাজে ছিল। স্পিন সহায়ক ছিল, সেখানে ব্যাটিং করা কঠিন ছিল। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকছে। উইকেট দেখে মনে হল শুষ্ক। স্পিনাররাই এখানে ব্যবধান গড়ে দেবে।’

মূর্তিকারিগর

মিরপুরে বাংলাদেশ সবশেষ দুই টেস্ট জিতেছে স্পিন উইকেট নিয়ে। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ও ২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইংল্যান্ডের সঙ্গে তিনদিন ও অস্ট্রেলিয়ার সঙ্গে চারদিনেই শেষ হয় ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্রয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচ ঘিরে আবারও আলোচনায় হোম অব ক্রিকেট। টেস্ট জয়ের লাকিভেন্যু হয়ে ওঠা এই মাঠে এবারও জয় চায় বাংলাদেশ।

সেজন্য চট্টগ্রাম টেস্টের ইতিবাচক মনোভাবই ধরে রাখার প্রতিজ্ঞা ঝরল মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘চট্টগ্রামে ব্যাটসম্যানরা বেশ ইতিবাচক ও আক্রমণাত্মক ছিল। একই মনোভাব থাকবে। পিচের কথা যদি বলি, দেখে মনে হয়েছে শুষ্ক, স্পিনারদের জন্য সহায়ক হবে। এই উইকেটে ফল আশা করতে পারি।’