চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চুয়াডাঙ্গায় বাউল আখড়ায় দুর্বৃত্তদের আগুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরে বাউল জুলমত শাহর আখড়ার কুঁড়ে ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুই বাউলকে নির্যাতনও করা হয়। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে আট থেকে নয়জন যুবক আখড়ায় ঢুকে ফকির জুলমত শাহের চোখ ও হাত-পা বেঁধে আশ্রমের ভেতরে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী মোমেনা বেগম ও রিনুপদ হালদারের (গুরু ভাই) চোখ-হাত-পা বেঁধে রাখা হয়। এরপর দুর্বৃত্তরা তার ও রিনুপদ হাওলাদারের চুলের অনেকটা অংশ কেটে দেয়।

জুলমত শাহ জানান, তাদের দুটি বসতঘর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ১৭ হাজার টাকা, বইপত্র, আসবাবপত্র, কাঁথা ও বালিশ, এক বস্তা চাল, শ্যালো মেশিন পুড়ে গেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, খবর পেয়ে তিনি নিজে ও তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) আবদুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।