চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দিলেন বরিস জনসন

প্রয়োজনে চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

মঙ্গলবার জনসন সরকারের ব্রেক্সিটনীতির বিরোধীরা পার্লামেন্টে একটি প্রস্তাব তোলেন। প্রস্তাবে যুক্তরাজ্যের স্বার্থ রক্ষায় চুক্তি চূড়ান্ত করতে ব্রেক্সিট আরও পিছিয়ে দেয়ার কথা বলা হয়।

ওই প্রস্তাব পাশ হওয়ায় হেরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভোটে হেরে আগাম নির্বাচনের প্রস্তাব আনার কথা জানান বরিস জনসন।

এদিকে ব্রেক্সিট নিয়ে বিতর্কের মধ্যে এমপি ও মন্ত্রী উভয় পদ থেকে পদত্যাগ করেছেন বরিস জনসনের ছোট ভাই জো জনসন টোরি।

পারিবারিক আনুগত্য এবং জাতীয় স্বার্থের সংঘাতের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।