চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘চুইংগাম ফ্যাক্টর’ বিতর্কে অভিযুক্ত হতে পারেন ডু প্লেসিস

আইসিসি কোড অব কন্ডাক্ট বিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন সাউথ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার বিরুদ্ধে অভিযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে মুখের ভেতর চুইংগাম রেখে অবৈধভাবে বল পিচ্ছিল করেছেন।

অভিযোগ ওঠার পর আইসিসি এখন ওভাল টেস্টের ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখছে। তবে অপরাধ প্রমাণ হলে ডু প্লেসিসকে শাস্তির সম্মুখীন হতে হবে কিনা সেটা এখনই পরিষ্কার নয়। কেননা, ১১ বছর আছে অ্যশেজে ইংল্যান্ডের বিপক্ষেও অভিযোগ ওঠে অবৈধভাবে বল পিচ্ছিল করার। তবে, সেবার ইংলিশদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ, আইসিসি’র ৪২.৩ ধারায় ফিল্ডিংয়ের সময় বলকে কাপড়ে ঘষে চকচকে করাকে বৈধতা দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের এই সিরিজে ঘরের মাঠে অজিদের এখন হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে প্রোটিয়ারা।

পার্থে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর ওভালেও অজিরা ৮০ রান ও এক ইনিংসে পরাজিত হয়।  এবার তাদের সামনে হোয়াইটওয়াশের লজ্জা অপেক্ষা করছে। তাও আবার নিজেদের মাঠেই।

এর আগে প্রোটিয়ারা নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হারায়। সেই লজ্জা অস্ট্রেলিয়া ঢাকতে পারত নিজ দেশে টেস্ট সিরিজে ভালো করে। ওয়ানডে সিরিজে হারের প্রতিশোধ তোলার মোক্ষম সুযোগই ছিল এটি। তা তো হলোই না, উল্টো তাদের সামনে এখন হোয়াইটওয়াশের লজ্জা হাতছানি দিচ্ছে।

https://youtu.be/7iLBe9c2-Tk