চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চীন থেকে মুখ ফিরিয়ে নিলো অ্যাপল

ফোন দুনিয়ায় জনপ্রিয় মুঠোফোন প্রতিষ্ঠান অ্যাপল চীনে তাদের বিক্রি কমে গেছে বলে জানিয়েছে বিবিসি।  

চীনের অর্থনৈতিক খারাপ অবস্থাকে দায়ী করেছেন আইফোন প্রতিষ্ঠান অ্যাপল।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ২৯ ডিসেম্বর পর্যন্ত তিন মাসের হিসাব ধরলে তাদের আয়ের পরিমাণ ৮৪ বিলিয়ন ( ৮ হাজার ৪০০ কোটি) মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে কম।

হিসেব মতে, তাদের ৮ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার আয়ের কথা ছিল। যার পূর্বাভাস তারা নভেম্বরেই দিয়েছিল।

এদিকে বিক্রি হ্রাসের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। রাজস্ব আয় কমার কারণে শেয়ারবাজারে তাদের ৭ শতাংশ ধ্স নেমেছে।

এ নিয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে জানিয়েছেন, হংকং ও তাইওয়ানসহ বৃহত্তর চীনে বিক্রি ও বাজারজাতে সমস্যা দেখা দিয়েছে। এই অঞ্চল থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের মোট রাজস্বের ২০ শতাংশ আয় করে থাকে।

কিন্তু কেবল কি চীনে? উন্নত বিশ্বের বেশ কিছু দেশেও বিক্রি কমে গেছে বলে প্রকাশ পেয়েছে। এ ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ অ্যাপলের দামের কারণেও এমন অবস্থার ঘটেছে বলে মন্তব্য করেছেন জেমস কর্ড ওয়েল নামের আটলান্টিন ইকুইটিসের এক বিশ্লেষক।

এদিকে গেল বছরের মাঝামাঝি সময় থেকে চীন ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হয়েছে ট্রেড ওয়ার বা বাণিজ্যযুদ্ধে। পরস্পর শুল্ক আরোপের এ যুদ্ধের কারণেও বিক্রি কমে গেছে বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা।