চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চীনে ছোটদের জন্য অনলাইন গেমস নিষিদ্ধ

ভিডিও গেমসে আসক্তি রোধে অপ্রাপ্তবয়স্ক বা আঠারো বছরের কম বয়সীদের জন্য অনলাইন গেমস নিষিদ্ধ করেছে চীন সরকার। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে দেশটি।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিও গেমসে আসক্তির কারণে আমাদের শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। তাই এই সিদ্ধান্ত।

কর্তৃপক্ষ প্রতিদিন রাত ১০টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত অনলাইন গেমসের উপর নিষেধাজ্ঞা  আরেপ করেছে। তবে সাপ্তাহিক ছুটির দিনে তিন ঘণ্টা এবং অন্য দিনগুলোতে দেড় ঘণ্টা শিশুদের গেমস খেলার সুযোগও রাখা হয়েছে।

চীন বিশ্বের বৃহত্তম গেমিং মার্কেটগুলোর একটি।

গবেষণা সংস্থা নিউজু’র মতে, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গেমিং মার্কেট এবং চলতি বছর এই খাত আয়ের দিক থেকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে।

শিশুদের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে চীন অনলাইন গেমসের ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।

২০১৮ সালে দেশটি একটি গেমস নিয়ন্ত্রক প্রতিষ্ঠান স্থাপন করেছে। সেই প্রতিষ্ঠানই এই বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছে।