চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চীনের তৈরি প্রথম বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজের সফল উড্ডয়ন

চীনের তৈরি প্রথম বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজের সফলভাবে উড্ডয়ন করেছে।দীর্ঘ ৯০ মিনিট আকাশে সফলভাবে উড্ডয়নের পর সাংহাই পুডং এয়ারপোর্টে সফলভাবে অবতরণ করে বৃহৎকার যাত্রীবাহী এই উড়োজাহাজটি। বলা হচ্ছে এই উড়োজাহাজ তৈরির মাধ্যমে বিশ্বের বোয়িং বাজারের ব্যবসার ইঙ্গিত দিলো বলে অনেকে মনে করেন ।

শুক্রবার চীনে সফলভাবে এই বিমানের পরিক্ষামূলক উড্ডয়ন চালানো হয়।বিমানটি মাত্র পাঁচ জন পাইলট এবং ইঞ্জিনিয়ার নিয়ে হাজার খানেক বিমান বাহিনীর কর্মকর্তার সামনে উড্ডয়ন করা হয়।

চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যামে বরাত দিয়ে জানানো হয় বিমানটি ৩০০০ মিটার  উচ্চতা দিয়ে উড়তে সক্ষম এবং ঘণ্টায় ৩০০ কি.মি বেগে চলতে সক্ষম। চীনের তৈরি এই উড়োজাহাজটির নাম দিয়েছে সি-৯১৯।বিমানটি বোয়িং ৭৩৭ এবং এয়ার বাস এ-৩২০ এর প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা হচ্ছে।

২০০৮ সাল থেকে রাষ্ট্রীয় সংস্থা কমেক উড়োজাহাজ তৈরির পরিকল্পনা করে আসছিলো। অবশেষে পৃথিবীর আকাশে প্রতিযোগিতায় নামতে আজকে উড়াল দিলো চায়না উড়োজাহাজ।