চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চীনেও যাচ্ছে ফেসবুক

চীনে নিজেদের অফিস চালু করার লাইন্সেস পেয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। দেশটির লোভনীয় বাজারে প্রবেশের দীর্ঘ প্রচেষ্টার পর এই সাফল্য।  তবে, চীনে ফেসবুকের ওয়েবসাইট বন্ধ।

ফেসবুক জানায়, এটা হবে চীনা ডেভেলপার, উদ্ভাবক এবং স্টার্ট-আপে সহায়তা করার জন্য একটি  উদ্ভাবন কেন্দ্র।

ফেসবুকের এই অফিস হতে যাচ্ছে চীনে প্রতিষ্ঠানটির প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি।

চীনের দক্ষিণের শহর হাংঝৌতে ফেসবুকের এই সহায়ক প্রতিষ্ঠানের রেজিস্ট্রার করা হয় এবং সেখানে ৩০ মিলিয়ন পাউন্ড অর্থায়নও করা হয়।

চীনের ন্যাশনাল ইন্টারপ্রাইজ ক্রেডিট ইনফর্মেশনে এমনটি দেখেছে বলে জানিয়েছে রয়টার্স ও দ্য নিউ ইয়র্ক টাইমস।  যদিও চীনের সরকারি ওয়েবসাইট থেকে এই অফিসের রেজিস্ট্রেশন আবার সরিয়েও ফেলা হয়েছে, যা সম্ভাব্য জটিলতার ইঙ্গিত দেয় বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

বিশ্বে সামাজিক মাধ্যমের সবচেয়ে বড় বাজার চীন। কিন্তু দেশটিতে টুইটার, ফেসবুক এবং ইউটিউবের মতো জনপ্রিয় সাইটগুলো বন্ধ।

চীনা ব্যবহারকারীরা শুধুমাত্র স্থানীয় সামাজিক মাধ্যম যেমন কিউকিউ, ওয়েইবো, রেনরেন এবং ইউকু ব্যবহার করতে পারে, যা সরাসরি নজরদারি করে চীন সরকার।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ চীনা কর্মকর্তাদের মন ভুলাতে অনেক পদক্ষেপই নিয়েছেন।  এমনকি মান্দারিন ভাষা পর্যন্ত শিখেছেন তিনি।